Supreme Court: রাজ্য সরকারের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ সুপ্রিম কোর্টে

Continues below advertisement

ABP Ananda Live: রাজ্য সরকারের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, অনুমতি ছাড়া সিবিআই তদন্তের অভিযোগের রাজ্য সরকারের মামলার গ্রহণযোগ্য়তা রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৩ অগস্ট।

পশ্চিমবঙ্গ সরকার সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করার পরও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। পাল্টা কেন্দ্রীয় সরকার দাবি করে রাজ্য় সরকারের দায়ের এই মামলা ধোপেই টেঁকেনা।

কিন্তু, রাজ্য সরকারের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ১৯৮৯ সালে তদানীন্তন বামফ্রন্ট সরকার CBI-কে 'জেনারেল কনসেন্ট অর্ডার' দেয়। এর অর্থ, রাজ্য সরকারের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে CBI। কিন্তু, ২০১৮ সালের নভেম্বর মাসে বাম আমলের সেই নির্দেশিকা বাতিল করে দেয় তৃণমূলের নেতৃত্বাধীন সরকার। এরপর, ২০২১ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। তাদের অভিযোগ ছিল, 'জেনারেল কনসেন্ট' বা সম্মতি প্রত্যাহার করলেও, রাজ্য়ে একের পর এক ঘটনায় মামলা করে তদন্ত করছে CBI. শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজ্য সরকারের দায়ের মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন। কেন্দ্রের যুক্তি ছিল, CBI একটি স্বশাসিত সংস্থা।  সেন্ট্রাল ভিজিল্য়ান্স কমিশনারের নজরদারিতে কাজ করে CBI. পাশপাশি, রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও তোলেন সলিসিটর জেনারেল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram