Supreme Court:চিকিৎসককে খুন-ধর্ষণ, আরজি কর কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টের
তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা? FIR করতে এত দেরি হল কেন? সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল? তরুণী-চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায়, আর জি কর মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, কড়া প্রশ্নের মুখে পড়তে হল পুলিশকেও।
আর জি কর-কাণ্ডে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও তীব্র ভর্ৎসনার মুখে পড়ল পুলিশের ভূমিকা। ডাক্তার ছাত্রীকে খুন-ধর্ষণের তদন্তে দেরি করে FIR দায়ের করা হয়েছে। পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে জানাল সর্বোচ্চ আদালত। তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল? শান্তিপূর্ণ আন্দোলনে কীভাবে ঢুকে গেল ৭ হাজার দুষ্কৃতী?
এদিনের শুনানিতে এমন একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।