SSC Update: এখনই চাকরি যাচ্ছে না ২০১৬-র SSC-র প্রায় ২৬ হাজারের, জানাল সুপ্রিম কোর্ট। ABP Ananda Live
সুপ্রিম কোর্টে ১৬ জুলাই পর্যন্ত যোগ্য-অযোগ্য সবার চাকরি বহাল। অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও বহাল। এখনই চাকরি যাচ্ছে না ২০১৬-র এসএসসির প্রায় ২৬ হাজারের। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ।