ABP News

Delhi Highcourt:নোট-বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি, ফুটেজ-সহ রিপোর্ট আপলোড করল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP ANANDA LIVE: নোট-বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা । নজিরবিহীনভাবে ফুটেজ-সহ রিপোর্ট আপলোড করল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্টের কাছে ফুটেজ-সহ রিপোর্ট পেশ দিল্লি হাইকোর্টের । দিল্লি হাইকোর্টের রিপোর্টে বিচারপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ফুটেজ  । বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগার দিনের ফুটেজ । তদন্তে ৩ বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট  । বিচারপতি বর্মাকে আপাতত কোনও বিচারের কাজে না রাখার নির্দেশ । বাংলোর আউটহাউসের স্টোর রুমে কোনও টাকা রাখা হয়নি' । তিনি কিংবা পরিবারের কেউ কোনও টাকা রাখেননি স্টোর রুমে'। ১৪ তারিখ ভোপালে ছিলেন বিচারপতি, মেয়ের কাছে খবর পান'। বদনাম করতেই পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি বিচারপতি বর্মার: রিপোর্ট

আরও খবর...

নোট-বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা । নজিরবিহীনভাবে ফুটেজ-সহ রিপোর্টে আপলোড করল সুপ্রিম কোর্ট । হাইকোর্টের রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড । সুপ্রিম কোর্টের কাছে ফুটেজ-সহ রিপোর্ট পেশ দিল্লি হাইকোর্টের । দিল্লি হাইকোর্টের রিপোর্টে বিচারপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ফুটেজ । বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগার দিনের ফুটেজ । তদন্তে ৩ বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট । বিচারপতি বর্মাকে আপাতত কোনও বিচারের কাজে না রাখার নির্দেশ । 'বাংলোর আউটহাউসের স্টোর রুমে কোনও টাকা রাখা হয়নি' । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram