RG Kar Death News: হাসপাতালের মতো একটা জায়গায় যদি নিরাপত্তা না থাকে আর কোথায় থাকবে?: সুরঙ্গনা
ABP Ananda LIVE: আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসক, বিশিষ্টজনেরা। শুধু আরজি কর নয়, মেডিক্যাল কলেজ থেকে শুরু করে এনআরএস.. সমস্ত জায়গায় চলছে কর্মবিরতি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার। নিন্দনীয় এই ঘটনার জন্য বিচার চেয়ে আজ রাস্তায় নেমেছেন কৌশিক সেন (Kaushik Sen), রেশমি সেন (Reshmi Sen), ঋদ্ধি সেন (Riddhi Sen) ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee)। এই ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে সুরঙ্গনা বলছেন, 'এইরকম একটা ভয়াবহ ঘটনা ঘটার পরে মেয়েটির ওপর দোষ চাপানো হয়েছে প্রথমে। এটা ভয়াবহ। কেবল চিকিৎসা ক্ষেত্র নয়, সচেতনতা প্রচারও প্রয়োজন। নিজের বাড়ির ভিতরেই অনেক মেয়েরা অসুরক্ষিত থাকে। আর হাসপাতালের মতো একটা জায়গা, যেখানে মানুষ এত মুমুর্ষু অবস্থায় আসেন, সেখানেই যদি নিরাপত্তা না থাকে আর কোথায় থাকবে?'