WB Legislative Assembly: ৭ বিজেপি বিধায়কদের উপর থেকে উঠল সাসপেনশন

Continues below advertisement

৭ বিজেপি বিধায়কদের (BJP MLA) উপর সাসপেনশন উঠল, খবর বিধানসভা (West Bengal Legislative Assembly) সূত্রে। প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বিধানসভায় আগে মোশন জমা দেয় বিজেপি (BJP)। হাইকোর্টের নির্দেশ মতো অধ্যক্ষের কাছে মোশন জমা দেন অগ্নিমিত্রারা (Agnimitra Paul)। এরপর বিএ কমিটির বৈঠকে সাসপেনশন প্রত্যাহারের পক্ষে মত দেন সদস্যরা, খবর সূত্রের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram