CID: বেআইনিভাবে শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডি-র নজরে সুতির গোঠা এ আর হাইস্কুল | ABP Ananda Live
Continues below advertisement
CID: সিআইডি-র (CID) নজরে মুর্শিদাবাদের (Murshidabad) সুতির গোঠা এ আর হাইস্কুল (Gotha A.R High School)। বেআইনিভাবে শিক্ষক (Teacher) নিয়োগের (Recruitment) ঘটনায় নজরে স্কুল। প্রাক্তন স্কুল পরিদর্শক ও ডিআই(DI) অফিসের তৎকালীন কর্মীদের তলব। বেশ কয়েকজনকে সোমবার ভবানী ভবনে (Bhavani Bhavan)তলব করা হয়েছে। গত সোমবার সুতির ওই স্কুলে তদন্তে যান সিআইডি-র (CID) অফিসাররা। শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । ২০১৯-এ শিক্ষক নিয়োগে অনুমোদন পেয়ে ছেলের নাম তালিকায় ঢোকানোর অভিযোগ তৎকালীন প্রধান শিক্ষকের (Head Master) বিরুদ্ধে। পরবর্তীকালে এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়. ।
Continues below advertisement