Gautam Adani Issue: আদানি ইস্যুতে দফায় দফায় উত্তাল সংসদ, শুক্রবার অনুপস্থিত তৃণমূল | ABP Adani Live
Gautam Adani Issue: দফায় দফায় উত্তাল সংসদ (parliament)। অথচ আদানি ইস্যুতে (Adani Issue) কংগ্রেসের (Congress) নেতৃত্বে বিরোধীদের রণকৌশল বৈঠকে বৃহস্পতিবার তৃণমূল(TMC)উপস্থিত হলেও, শুক্রবার অনুপস্থিত থাকে তারা। বৈঠকেই গেলেন না বাংলার শাসকদলের কোনও প্রতিনিধি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর!