Suvendu Adhikari: বাগদায় শুভেন্দুর সভার প্রস্তুতির কাজ বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন

Continues below advertisement

ABP Ananda LIVE: অনুমতি না থাকার অভিযোগে বাগদায় শুভেন্দু অধিকারীর (suvendu Adhiakri)সভার প্রস্তুতির কাজ বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন(election commission)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাগদা আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু, পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন জয়ী প্রার্থী বিশ্বজিৎ দাস। এর পাশাপাশি, এবার বাগদার বিধানসভা উপনির্বাচন নিয়ে প্রথম থেকেই অস্বস্তিতে রয়েছে বিজেপি। প্রার্থী ঘোষণার আগে বহিরাগত প্রার্থী চাই না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি কর্মীদের একাংশ।

পঞ্চায়েত সমিতির অফিসে পঞ্চব্য়ঞ্জনে আইবুড়োভাত খেয়ে বিতর্কে বিডিও (BDO Aiburobhat)। আইবুড়ো ভাত খেয়ে তৃণমূলের ব্লক সভানেত্রীর পা ছুঁয়ে প্রণামও করেছিলেন বিডিও। কী হয়েছে জানতে চেয়ে এবার বর্ধমান ১-এর (Barddhaman 1) বিডিও রজনীশকুমার যাদবকে চিঠি দিলেন জেলাশাসক। গতকাল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে দাবি করেন, এটা বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির অফিস। আর, যাঁর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে, তিনি এখানকার BDO, রজনীশ কুমার যাদব। বৃহস্পতিবার, একটি ভিডিওটি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, আশ্চর্যের কিছু নেই। শাসক দল এবং প্রশাসনের মধ্যে যে লাইনটা সর্বদা অস্পষ্ট ছিল, তা সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে। ভিডিওতে দেখা যায়, রীতিমতো শাঁখ বাজিয়ে, BDO-র আইবুড়ো ভাতের আয়োজন করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্য়রা। বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও তৃণমূলের ব্লক সভাপতির পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন BDO। পা ছোঁয়ার পর, ধান-দুর্বা দিয়ে BDO-কে আশীর্বাদ করতেও দেখা যায় তৃণমূলের ব্লক সভানেত্রী এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সনকে। আর আইবুড়ো ভাত খেয়ে বিপাকে বর্ধমান ১ নম্বর ব্লকের BDO। কী ঘটনা ঘটেছে? তার বিবরণ জানতে চেয়ে BDO-কে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। জেলা প্রশাসন সূত্রে দাবি, BDO-র লিখিত উত্তর পাওয়ার পরই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram