Suvendu Adhikari: 'তাজপুর বন্দরের জন্য ৫০০০ একর জমি লাগবে, দম থাকলে জমি কিনে দেখান', হুঙ্কার শুভেন্দুর।Bangla News
একের পর এক নিয়োগ মামলায় সিবিআই হচ্ছে। এসএসসি একটি মামলাকেও মিথ্যা বা ভুল বলতে পারেনি। আপনারা কেমন কাজ করছেন ?এই বোর্ডকে এখনই ভেঙে দিয়ে প্রশাসক বসানো উচিত। যদি কেউ বেআইনিভাবে সুপারিশ করে নিয়োগ করে থাকে। তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। এসএসসি-র জন্য কি শুধু কয়েকজন অফিসার দায়ী না কমিশন ?এটা বিচার করা উচিত। এসএসসি নিয়োগে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের। দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। শিক্ষা দফতর নিযুক্ত এসএসসি-র ৫ সদস্যের কমিটি ও সার্বিক দুর্নীতি অনুসন্ধানে স্থগিতাদেশ। দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। এখনও সময় আছে, ব্যবস্থা নিন। কেন এসএসসি নিজে এফআইআর করেনি?প্রশ্ন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। ফের নেওয়া হয়েছে এসএসসি-র প্রোগ্রামিং অফিসারের গোপন জবানবন্দি। অভিযোগ, তালিকায় পিছিয়ে থাকলেও চাকরি দেওয়া হয় মুর্শিদাবাদের ৬ শিক্ষককে।