Suvendu Adhikari: প্রথমে পুলিশের বাধা, পরে সন্দেশখালি গেলেন শুভেন্দু। ABP Ananda Live
Continues below advertisement
Sandeshkhali: ফের সন্দেশখালির (Sandeshkhali Incident) পথে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রামপুরে বেশ খানিকক্ষণ আটকানো হয়েছিল তাঁকে। পরে সই করিয়ে ছাড়া হয় বলে খবর। বিরোধী দলনেতা বলেন, 'সন্দেশখালিতে যাব। আদালতের নির্দেশ আছে।' বিচারপতি কৌশিক চন্দর গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এই আর্জি জানাো হয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, 'আপনাদের আরও অনেক কাজ আছে। কে যাচ্ছে, কে যাচ্ছে না, আমরা ভাবছি না। মামলা দায়ের করুন, এখনই শুনানি করতে হবে তেমন তাড়াহুড়ো নেই।' ABP Ananda Live
Continues below advertisement