Suvendu Adhikari: 'কেষ্ট বাঘ এখন বিড়ালের থেকেও অধম', সাগরদিঘির সভা থেকে অনুব্রতকে কটাক্ষ শুভেন্দুর

Continues below advertisement

'দিল্লিতে আমার পরিচিতি বাড়ছিল, আমাকে রাজ্যে ফিরতে বলেন মমতা''যাকে প্রার্থী করেছে তৃণমূল, তাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছিল''২০২১-র ভোটে তৃণমূল প্রার্থী সুব্রত সাহাকে হারাতে চেয়েছিলেন তৃণমূলের এবারের প্রার্থী''আরও ৪-৫ শতাংশ ভোট পেলেই বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি করা সময়ের অপেক্ষা''তৃণমূলের অত্যাচার থেকে রেহাই পেতে বিজেপির কোনও বিকল্প নেই''চারিদিকে আওয়াজ উঠছে 'চোর ধরো, জেল ভরো', চোরেদের তাড়াতে হবে', সাগরদিঘি উপনির্বাচনের প্রচারে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram