Suvendu Adhikari : সারদায় ৩ কোটি মানুষ প্রতারিত, দুর্নীতির মূল কাণ্ডারী মমতা, আক্রমণ শুভেন্দুর। Bangla News
দেশের সবথেকে দুর্নীতি-পরায়ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Cheif Minister Mamata Banerjee)। সারদাকাণ্ডে ৩ কোটি মানুষ প্রতারিত হয়েছেন। সারদার দুর্নীতির (Sarada Scam) মূল কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিরোধী দলগুলির বিরুদ্ধে নির্লজ্জভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে লেখা বিরোধীদের চিঠিতে শুভেনদু অধিকারী এবং হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে ইডি, সিবিআিই-এর নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে। এই প্রসঙ্গেই আজ ট্যুইট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Westbengal BanglaNews Mamatabanerjee #SuvenduAdhikari Saradascam