Suvendu Adhikari: 'তৃণমূল কংগ্রেসের গলার আওয়াজ ২১শে যা ছিল এখন ততটা আর নেই' : শুভেন্দু অধিকারী
Continues below advertisement
Suvendu Adhikari: ময়নার সভা থেকে ফের নো ভোট টু মমতা স্লোগান শুভেন্দুর (Suvendu Adhikari)। এদিন রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ শানিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) হারিয়েছি। কিন্তু একটা কাজ একার দ্বারা হবে না। রাজ্যজুড়ে লুঠ চলছে, জঙ্গলরাজ কায়েম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে হবে।' এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেন,'পুলিশ না থাকলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, বাকচার খাল পেরিয়ে পালাতে হবে।'
বিরোধী দলনেতা এদিন ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ইস্যু ছুঁয়ে বলেন, '২০২১ থেকে একের পর এক মামলা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘরছাড়া বহু বিজেপি পরিবার অন্যত্র বাস করছে। এই জন্যই কি ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মানুষ ভোট দিয়েছিল?' এদিন প্রশ্ন তোলেন শুভেন্দু। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই চন্দ্রকোনা থেকে শুরু করে বর্ধমানে কৃষকদের সঙ্গে মিছিলের পর সভা করে বারংবাং একটাই বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তা হল 'নো ভোট টু মমতা।'
Continues below advertisement