Suvendu Adhikari : 'ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না, চব্বিশে একসঙ্গে ভোট' । Bangla News
Continues below advertisement
'ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না। আমি বলছি, দেখতে থাকুন। আর চব্বিশে একসঙ্গে ভোট হবে। এজেন্সিকে বলব এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। একটা লোককে আটবার তলবেও যায়নি। চার্জশিটে নাম উল্লেখ করেছে। তাঁকে ব্যাগ গোছানোর সময় না দিয়ে এক কাপড়ে তুলে নিয়ে চলে যাওয়া উচিত।' নাম না করে অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব প্রসঙ্গে খোঁচা শুভেন্দু অধিকারীর।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের। বোলপুরের বাড়ি গিয়ে নোটিস সিবিআইয়ের। কাল সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ । অনুব্রতর বাড়িতে বোলপুর হাসপাতালের ১ চিকিত্সক, নার্স-সহ ৪ জনের দল।
Continues below advertisement
Tags :
CBI ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ Anubratamandal Suvenduadhikari এবিপিআনন্দলাইভ বাংলাখবর