RG Kar Death News: আর জি কর কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর। প্রধান বিচারপতি এজলাসে মামলা দায়ের বিরোধী দলনেতার। এই ঘটনায় আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের। আইনজীবী ফিরোজ এডুলজি ও কৌস্তভ বাগচীর তরফে মামলা দায়ের। 'ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা মনে আছে, একই ধরনের ঘটনা'। 'তদন্তে কোথায় কোথায় সমস্যা হচ্ছে তুলে ধরা হবে'। মন্তব্য আইনজীবী ফিরোজ এডুলজির। মামলা দায়েরের অনুমতি, কাল শুনানি।

অপমান সহ্য করতে পারছি না', পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 'চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগ বললেন আরজি করের অধ্যক্ষ। আউটডোরের মূল গেট বন্ধ। গ্যাস্ট্রোপেন্ট্রোলজি বিভাগে দেখতে আজই রাঁচি থেকে এসেছেন গীতা দে। তাঁর দাবি চিকিৎসকরা আসবেন না জানিয়ে হাপাতালের নিরাপত্তারক্ষী ফিরে যেতে বলেন তাঁদের।  আরও খবর,  আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের আগে-পরের ঘটনাক্রম সাজাতে ভিডিওগ্রাফির সাহায্য নিচ্ছে লালবাজার। আজ ভোর ৪টে নাগাদ কলকাতা গোয়েন্দা পুলিশের একটি দল হাসপাতালে যায়। সেমিনার রুম ও চারতলার বাকি অংশের ভিডিওগ্রাফি করে তারা। সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের দল বেরিয়ে যায়। ইতিমধ্যেই চেস্ট মেডিসিন বিভাগের CC ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আজ ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে, চারতলার সেমিনার হলে যাবে ময়নাতদন্তকারী চিকিৎসকদের তিন সদস্যের দল। তারপর ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন কলকাতা পুলিশের অফিসাররা।  সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হাতে আসা পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখা হবে। পুলিশ সূত্রে দাবি, গ্রেফতারের পর সঞ্জয় রায়ের কাছ থেকে উদ্ধার হয় জুতো। তাতে রক্ত লেগে ছিল। সেই জুতো জোড়া বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ভয়ঙ্করকাণ্ড ঘটানোর পর প্রমাণ লোপাট করতে জামা ও বারমুডা ধুয়ে ফেলে সঞ্জয়। প্রশ্ন উঠছে, তাহলে কি ওই মহিলা চিকিৎসককে আগে থেকেই চিনত এই সিভিক ভলান্টিয়ার? আগে থেকেই তাঁকে টার্গেট করেছিল? বৃহস্পতিবার সবার নজর এড়িয়ে কী করে জরুরি বিভাগের চারতলায় পৌঁছে গেছিল সে? চেষ্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হল কি রেকি করেছিল?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram