Ekhon Kolkata (2): ২০২৬ পর্যন্ত যেতে হবে না, ২০২৪-এই সরকার বিসর্জন দিয়ে দেব''' হুঙ্কার বিরোধী দলনেতার

Continues below advertisement

"২০২৬ পর্যন্ত যেতে হবে না, ২০২৪-এই সরকার বিসর্জন দিয়ে দেব। সবে তো মহারাষ্ট্র হয়েছে, এরপর ঝাড়খণ্ড, তারপরে রাজস্থান। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থানের পর বাংলায় পৌঁছে যাব।'' কোচবিহারের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। "অপেক্ষা করে থাকুন ২০২৪-এই সরকারকে বিসর্জন দিয়ে দেব।'' কোচবিহারের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

 

সারদাকর্তা সুদীপ্ত সেনের দাবি ওপর ভিত্তি করে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি। সিজিও কমপ্লেক্সের সামনে সভা তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের। হলদিয়া ও কাঁথিতেও বিক্ষোভ মিছিল ও সভা তৃণমূল কংগ্রেসের। 

সারদকর্তা সুদীপ্ত সেন বয়ান দিয়েছেন শুভেন্দুকে টাকা দিয়েছেন। চার্জশিটে নাম থাকা সত্ত্বেও কেন শুভেন্দুকে ডেকে চা খাওয়াচ্ছেন। সিজিও কমপ্লেক্সের সামনে তৃণমূলের বিক্ষোভ সভা থেকে প্রশ্ন বাবুল সুপ্রিয়র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram