Suvendu Adhikari: 'এপার বাংলাতেও ওপারের কায়দায় হিন্দুদের ওপর হামলা', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'এপার বাংলাতেও ওপারের কায়দায় হিন্দুদের ওপর হামলা' । ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর । 'ডালখোলা থানা এলাকায় হিন্দুদের ওপর হামলা দুষ্কৃতীদের' । 'শিশু থেকে বৃদ্ধা, প্রসূতি, কেউই রেহাই পাননি' । 'হিন্দু পরিবারের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা' । 'মমতার আমলে ভোটব্যাঙ্কের মাসুল গুনতে হচ্ছে বাংলার হিন্দুদের' । 'দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন ডিজিপি'
'ঘটনাস্থলে যাওয়া উচিত জাতীয় মানবাধিকার ও মহিলা কমিশনের' । এক্স হ্যান্ডল পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । 'জমি বিবাদ নিয়ে দু-পক্ষের গন্ডগোলের জেরে এই ঘটনা' । দু-পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে, জানালেন এসপি
আরও খবর...
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ঘিরে মালদায় চূড়ান্ত বিশৃঙ্খলা । কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি । হুড়োহুড়িতে ভেঙে পড়ল ইটের দেওয়াল, ৭জন আহত । হৃরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় দেড় হাজার কম্বল বিলির আয়োজন তৃণমূলের । কম্বল বিলির সময় চূড়ান্ত বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে ৫ মহিলা-সহ আহত ৭ । ভিড় মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ, এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের