Suvendu Adhikari: BJP করায় উপনির্বাচনে বাধা, রাজভবনে BJP কর্মীরা, নালিশ শুভেন্দুর

Continues below advertisement

Suvendu Adhikari BJP in Rajbhawan: বিজেপি করায় তৃণমূলের সন্ত্রাস, উপনির্বাচনে ভোট দিতে না পারার অভিযোগ। ১০০ জন ভোটারকে নিয়ে রাজভবনে নালিশ শুভেন্দু অধিকারীর । ভয়ে পরিচয় গোপন রাখতে মাস্ক পরে রাজভবনে ঢুকলেন বিজেপি কর্মীরা। ভোট লুঠ, অনেকে ভোটও দিতে পারেননি, কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ৪টি উপনির্বাচনে ব্যাপক ভোট লুঠের অভিযোগে রাজভবনে বিরোধী দলনেতা। বৈধ ভোটাররাই ভোট দিতে পারেননি, অভিযোগ শুভেন্দু অধিকারীর 

এটা কি বাংলাদেশের ভোট? সব প্রকাশ্যে আনব, হুঁশিয়ারি শুভেন্দুর । '৪টি উপনির্বাচনে কোথাও ভোটার কার্ড দেখে ভোট নেওয়া হয়নি। ৮ জন গোঁজ প্রার্থী দিয়ে ৮ জন করে এজেন্ট বসিয়েছে তৃণমূল। ৮জন এজেন্ট বুথের মধ্যে তৃণমূলের হয়ে গুন্ডামি করেছে। বুথের গেটে কেন্দ্রীয় বাহিনীকে দাঁড় করিয়ে ভোট করানো হয়েছে', একইকাণ্ড ঘটিয়েছে ডায়মন্ড হারবারেও, দাবি শুভেন্দু অধিকারীর । তৃণমূল মানেই যা খুশি কর, ভোটটা লুঠ করে নাও: শুভেন্দু । তোষণের রাজনীতির ফল ভুগতে হচ্ছে, দাবি শুভেন্দুর। ABP Ananda LIVE 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram