Suvendu Adhikari : দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের আরও সিরিয়াস হওয়া উচিত : শুভেন্দু
নিয়োগ-দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিষেকের (Abhishek Banerjee) সম্পত্তির খতিয়ান নিয়ে ইডিকে (ED) তুলোধোনা বিচারপতির। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডির পেশ করা সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন । লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) সিইও ও ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্নের মুখে ইডি। 'আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাত্র ৩টি বিমা? আর কোনও সম্পত্তি নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই? তিনি সাংসদ অথচ তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেতন কোন অ্য়াকাউন্টে জমা পড়ে?', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্য়াকাউন্ট আছে, জানাল ইডি। 'সেই অ্য়াকাউন্টের উল্লেখ করেননি কেন? আপনারা কি পোস্ট অফিস? আপনারাই তথ্যগোপন করছেন বলে সন্দেহ হচ্ছে, বললেন বিচারপতি অমৃতা সিন্হা (Justice Amrits Sinha)। '১৮৮এ, হরিশ মুখার্জি রোড কার নামে, জানেন? এটা সম্পত্তির খতিয়ানে নেই কেন?'ইডিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। 'মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থেকে ৩০বি, হরিশ চ্য়াটার্জি স্ট্রিটের উল্লেখ পাওয়া যাচ্ছে।সেই তথ্য নেই কেন? ইডি-কে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার জবাব দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।