Suvendu Adhikari:'শিক্ষামন্ত্রীর কোনও অধিকার নেই এসব কথা বলার', এসএসসি প্রসঙ্গে খোঁচা শুভেন্দু
'শিক্ষামন্ত্রীর কোনও অধিকার নেই এসব কথা বলার। আর রাজনীতির লোকরা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ঢুকবেন কেন? আদালতের কাছে বরং আবেদন রাখব কোনও বোর্ড তৈরি করে দেওয়া, যাদের মাধ্যমে গোটা প্রক্রিয়া এগোবে।' এসএসসি চাকরিপ্রার্থীদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা ও তাঁদের ব্রাত্য বসুর চাকরি আশ্বাস প্রসঙ্গ নিয়ে খোঁচা শুভেন্দু অধিকারীর।
'এসএসসি সবটা খতিয়ে দেখে কত পদ তৈরি করা দরকার সেই সংখ্যাটা দ্রুত জানাতে বলা হয়েছে। আইনি প্রক্রিয়ার দিকটা খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধুমাত্র শিক্ষা দফতরের ওপর সবটা নির্ভর করে না, অর্থ দফতর, আইন দফতর, ক্যাবিনেটের ছাড়পত্র লাগবে। শিক্ষা দফতর সবরকমভাবে চেষ্টা করবে।' এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Tags :
Agitation SSC ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ Suvenduadhikari এবিপিআনন্দলাইভ বাংলাখবর BratyaBasu