Suvendu Adhikari: 'উত্তরপ্রদেশের ভোটের পর গণতন্ত্রের বোমা ফেলব', হুঁশিয়ারি শুভেন্দুর | Bangla News
"উত্তরপ্রদেশ ভোটের পর বোমা ফেলব। গণতন্ত্রের বোমা ফেলব, গণ আন্দোলনের বোমা। কেশিয়াড়িতে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো মিড-ডে মিলের চাল চুরির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।
ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্তে এই প্রথম ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রুজু করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গত ১০ মে, মুর্শিদাবাদের নবগ্রামে একটি গণধর্ষণের মামলা হয়। ওইদিনই দায়ের হয় ধর্ষণের চেষ্টার আরেকটি অভিযোগ। সিবিআইয়ের দাবি, তদন্তে নেমে তারা জানতে পারে, ওই ঘটনায় নির্যাতিতা একাধিকবার অভিযোগ করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তাই ওই ঘটনায় নতুন করে মামলা রুজু করল সিবিআই। ওই সময় কেন এফআইআর দায়ের করা হয়নি, তা জানতে চাওয়া হবে পুলিশের কাছে। খবর সিবিআই সূত্রে। ‘গণধর্ষণের অভিযোগে এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। আমরা কোনও ভোট পরবর্তী সন্ত্রাসের প্রমাণ পাইনি। ধর্ষণের চেষ্টারও কোনও অভিযোগ পাইনি’, জানিয়েছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার।