Criminal Arrested : হাওড়ার বাগনান থেকে গ্রেফতার দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী নান্টি | Bangla News

Continues below advertisement

পুলিশের জালে ধরা পড়ল দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী নান্টি। শনিবার গভীর রাতে হাওড়ার বাগনান থেকে গ্রেফতার করা হয় নান্টি ওরফে বাবলু ঘোষকে। ধরা পড়েছে তার সঙ্গী শেখ আবুল হোসেনও।

গত ৯ সেপ্টেম্বর বাঁশদ্রোণীর সোনালি পার্কে প্রোমোটারের বাড়িতে ঢুকে গুলি চালানোর ঘটনায়, গ্রেফতার হন নান্টির ছেলে শুভ ঘোষ। কিন্তু গা ঢাকা দিয়েছিল নান্টি। অবশেষে উত্তর বন্দর থানা এলাকার একটি অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা।

দক্ষিণ কলকাতার ত্রাস হিসেবেই পরিচিত নান্টি। খুন, গুলি, ডাকাতি সহ নানাবিধ অভিযোগ তার বিরুদ্ধে। ২০১৪-র ২ জুলাই ডাকাতির চেষ্টা, অপরাধমূলক কাজের উদ্দেশে দুষ্কৃতীদের জড়ো করা-সহ নান্টির বিরুদ্ধে বেহালা থানায় মামলা দায়ের হয়। ওই মাসেরই ৮ তারিখ হরিদেবপুর থানায় নান্টির বিরুদ্ধে মারধরের অভিযোগ রুজু হয়। ঠিক এক বছর পর ২০১৫-র ৯ জুলাই হরিদেবপুরের কবরডাঙায় একটি পানশালায় গুলি চলে। নান্টির দলের সঙ্গে দুই দুষ্কৃতী দুর্গা সিংহ ও কালী সিংহের গ্যাংওয়ারে প্রায় ৩০ রাউন্ড গুলি চলে। সেই ঘটনাই শিরোনামে এনে দেয় অপরাধ-জগতে হাতপাকানো নান্টিকে।

সেই ঘটনায় গ্রেফতার হলেও, পরে জামিন পায় নান্টি। কলকাতা ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর ও সোনারপুর থানাতেও নান্টির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এবার পুলিশের জালে সেই নান্টিই!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram