Suvendu Adhikary: মিডডে মিল অনুসন্ধানে কেন্দ্রীয় দল আসা নিয়ে ট্য়ুইটে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারীর | ABP Ananda LIVE
1.রাজ্যে মিডডে মিলের অনুসন্ধানে এসেছে কেন্দ্রীয় দল (Central Team)। সেনিয়ে এবার ট্য়ুইটে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'মিড ডে মিলের অনুসন্ধানে কেন্দ্রীয় দলকে কয়েকটি বাছাই করা স্কুলে নিয়ে যাচ্ছেন রাজ্য় সরকারি আধিকারিকরা, অভিযোগ বিরোধী দলনেতার। হাতেনাতে ধরতে আগাম খবর না দিয়ে যে কোনও স্কুলে যাওয়া উচিত' , ট্যুইট করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।
2.গাজোলের সভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ মমতার (Mamata Banerjee)। 'ডাকাত-গদ্দার দল থেকে বিদায় নেওয়ায় আমি খুশি''পুরুলিয়ার ছেলেদের বঞ্চিত করা হয়েছিল''পুরুলিয়ার টাকা কেউ একজন পকেটে ঢুকিয়ে নিয়েছিল', মঞ্চ থেকে দাবি তৃণমূলনেত্রীর (Mamata Banerjee)
3.মিড ডে মিল (Mid day Meal) নিয়ে খোঁজ করতে যখন জেলায় জেলায় কেন্দ্রীয় দল (central Team), সেদিনই চন্দ্রকোণার ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে আরশোলা পাওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য।