Suvendu Adhikari: গোটা রাজ্যে আন্দোলন শান্তিপূর্ণ হল, আর জি করেই গন্ডগোল হল? কেন? পোস্ট শুভেন্দুর | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: 'তৃণমূল গুন্ডাদের আর জি কর মেডিক্যালের অরাজনৈতিক মিছিলে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়' । 'উনি মনে করেন উনিই গোটা বিশ্বে সবথেকে বেশি চালাক''উনি ভেবেছিলেন আন্দোলনকারী সেজে মানুষের সঙ্গে মিশে গুন্ডামি চালাবে তৃণমূলের গুন্ডারা, আর কেউ বুঝবে না' । 'গুন্ডাদের সেফ প্যাসেজ দিয়েছে পুলিশ' ' ভাঙচুর করা হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ সূত্র সিবিআই-এর হাতে না আসে' । গোটা রাজ্যে আন্দোলন শান্তিপূর্ণ হল, আর জি কর মেডিক্যালেই গন্ডগোল হল? কেন? সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর
আরজি কর মেডিক্যালে তাণ্ডব, পুলিশের শীর্ষ কর্তাদের ফোন সিবিআইয়ের। যে স্থানে মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন, সেখানে কি ঢুকতে পেরেছিল দুর্বৃত্তরা ? পুলিশের শীর্ষ কর্তাদের ফোন করে জানতে চায় সিবিআই, খবর সিবিআই সূত্রের। সেমিনারে হলে ঢুকতে পারেনি, জানিয়েছে পুলিশ
Continues below advertisement
Tags :
Kolkata Woman Doctor Rape Kolkata Woman Doctor Murder Medical College Protest Protest In West Bengal