Swami Vivekananda:শ্রদ্ধার সঙ্গে স্মরণ যুগপুরুষ, ১৬১ তম জন্মতিথি পালন স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয়
আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয় সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে যুগপুরুষকে। দিনভর চলবে বিশেষ পুজো। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনার বিধিনিষেধ না থাকায়, সকাল থেকেই আসতে শুরু করেছেন ভক্তরা।
Tags :
Birth Anniversary Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Swami Vivekananda