Swasthya Sathi : স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও যুবককে ভর্তি না নিয়ে ফেলে রাখার অভিযোগ SSKM-এ
Continues below advertisement
স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ভেন্টিলেশনে থাকা তরুণকে ভর্তি না নিয়ে বিনা চিকিত্সায় অ্যাম্বুল্যান্সে ফেলে রাখার অভিযোগ উঠল এসএসকেএমের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে গড়িয়ার কাছে ইএম বাইপাসে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন সুদীপ্ত পাল নামে বছর উনিশের তরুণ।
অভিযোগ, রাতে পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে, স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও ৩৫ হাজার টাকা নেওয়া হয়। আর্থিক সমস্যা থাকায় সকাল ৮টা নাগাদ ভেন্টিলেশনে থাকা ওই তরুণকে এসএসকেএমে আনা হয়। কার্যত বিনা চিকিত্সায় অ্যাম্বুল্যান্সেই পড়ে রয়েছেন ওই তরুণ। ভেন্টিলেশন থেকে বের হওয়ার পর, রোগীকে স্থানান্তর করা উচিত, প্রতিক্রিয়া এসএসকেএম কর্তৃপক্ষের।
পুলিশের উপস্থিতিতেই আজ সকালে বাইক আরোহীকে তাঁর পরিবার স্বেচ্ছায় নিয়ে যায়, প্রতিক্রিয়া পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষের।
Continues below advertisement
Tags :
ABP Ananda Sskm ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ