Calcutta Medical College: সাড়া দেয়নি কর্তৃপক্ষ, কলকাতা মেডিক্যালে প্রতীকী ছাত্র সংসদ নির্বাচন। Bangla News
Continues below advertisement
কলকাতা মেডিক্যাল কলেজে প্রতীকী ছাত্র সংসদ নির্বাচন। কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায়, নিজেরাই ভোট পরিচালনা করছেন পড়ুুয়ারা। সকাল ১০টা থেকে কলেজ অডিটোরিয়ামে। প্রতীকী ভোটগ্রহণ শুরু হয়। তারপর গণনা। বিনায়ক সেন, সুজাত ভদ্র, অম্বিকেশ মহাপাত্র ও বোলান গঙ্গোপাধ্যায়, এই চারজন প্রতীকী ভোটের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন। মেডিক্যাল কলেজের সব পড়ুয়াই ভোট দিতে পারবেন। চারটি বর্ষের ৫টি করে মোট ২০টি পদে ভোট হচ্ছে। প্রার্থী হয়েছেন মোট ৩১ জন। প্রায় একহাজার ভোটার রয়েছেন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশন করা পড়ুয়া সাবিত হোসেন ও প্রত্যুষকিরণ সরকার প্রার্থী হয়েছেন। ছাত্র সংসদের এই ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও, অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি ও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
Continues below advertisement
Tags :
Election Bangla News Bangla News Live Calcutta Medical College Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News