Tab Scam: কমিশনের বিনিময়ে ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ভাড়া নিয়ে চলত ট্য়াব জালিয়াতি ! | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কমিশনের বিনিময়ে ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ভাড়া নিয়ে চলত ট্য়াব জালিয়াতি। যে চক্রে জড়িত থাকার অভিযোগে একাধিক জেলা থেকে পরপর গ্রেফতার হচ্ছে অভিযুক্তরা। যদিও প্রশ্ন উঠছে, প্রতারকরা এতদিন ধরে প্রতারণার জাল বিছোল, আর পুলিশ কিছুই বুঝতে পারল 

আরও খবর..

পুরুলিয়াতেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ঢুকল অন্য জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বান্দোয়ানের ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর ছাত্রের ট্যাবের টাকা ঢুকল অন্য জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তালিকা যাচাইয়ের সময় ধরা পড়ল আরও ২টি ঘটনা। আরও ২ পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্য জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পুরুলিয়া সাইবার থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। পড়ুয়াদের টাকা ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা

ট্যাব-দুর্নীতির এপিসেন্টার কি মালদা ও উত্তর দিনাজপুর? চোপড়া থেকে নূর আলম নামে গ্রেফতার আরও এক। নূর আলমের অ্যাকাউন্টেও ঢুকেছে ট্যাবের টাকা, দাবি পুলিশ সূত্রের। প্রতি ১০ হাজারে ৩০০ টাকা কমিশনের ভিত্তিতেই ভাড়া দেওয়া হয় অ্যাকাউন্ট, মনে করছে পুলিশ। ট্যাব-কাণ্ডে উত্তর দিনাজপুর থেকেই গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram