Tab Scam: জেলার ২৫-৩০টি স্কুলের সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারে ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ট্যাব কেলেঙ্কারির নতুন অভিযোগ প্রকাশ্যে। দক্ষিণ ২৪ পরগনার ২৫ থেকে ৩০টি স্কুলের সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারে অন্যের অ্যাকাউন্টে। গরমিলের অঙ্ক ৩৫ লক্ষ।
আরও খবর..
'তৃণমূল কংগ্রেসে যখন ছিলাম তখন ভাল ছিলাম, এখন খারাপ হয়ে গেছি। শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংহের বিরুদ্ধে চক্রান্ত চলছে। ৬ মাসের মধ্যে মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে মৃত্যু হলে সরকার দায়ী। রাশিয়া থেকে রাসায়নিক এনে খুনের চক্রান্ত চলছে ধর্ষণকারীকে বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছে রাজ্য সরকার। আমি মেডিক্যাল পরীক্ষা করাব, যে চেয়ারে বসেছিলাম তার ছবি তুলতে চেয়েছিলাম, আদালতকে জানাব', বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের
কলকাতা পুরসভায় ফের দেখা মিলল সাপের। পুরসভার দোতলায় ক্লাব রুমের বাইরে বারান্দায় সাপ। গতকালও ডেপুটি মেয়রের ঘরের কাছে সাপ দেখা গিয়েছিল। পরপর সাপ দেখা যাওয়ায় আতঙ্কিত পুরকর্মীরা। সাপের খোঁজে মেয়রের ঘরে চিড়িয়াখানার কর্মীরা।