Tala Bridge: অপেক্ষার অবসান, পুজোর আগেই খুলছে টালা ব্রিজ | Bangla News
অপেক্ষার অবসান, পুজোর আগেই খুলছে টালা ব্রিজ। ৩১ জানুয়ারি, ২০২০তে টালা ব্রিজ বন্ধ করে ভাঙার কাজ শুরু। চার লেনের টালা ব্রিজ খুলে যাচ্ছে পুজোর আগেই, জানালেন পূর্ত মন্ত্রী। ৪ লেনের, ৮০০ মিটার লম্বা টালা ব্রিজ তৈরিতে খরচ ৪৬৮ কোটি টাকা। দায়িত্ব নেওয়ার পরেই টালা ব্রিজ নিয়ে ঘোষণা নতুন পূর্তমন্ত্রী পুলক রায়।
Tags :
Kolkata ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Tala Bridge Tala এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ