RG Kar Issue: তথ্য প্রমাণ লোপাট, ক্রাইম সিন বিকৃতি ও দেরিতে এফআইআর-এর অভিযোগে গ্রেফতার টালা থানার ওসি
আর্থিক দুর্নীতির পর এবার আর জি কর মেডিক্যালের ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ। প্রাক্তন অধ্যক্ষকে ফের হেফাজতে নিতে আজই আদালতে আবেদন জানাবে সিবিআই। আর জি কর-কাণ্ডে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। তথ্য প্রমাণ লোপাট, ক্রাইম সিন বিকৃতি ও দেরিতে এফআইআর-এর অভিযোগ। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় কলকাতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। দেখানো হল জুতো। প্রমাণ হল, পুলিশের শীর্ষ কর্তাদের পরিকল্পনাতেই প্রমাণ লোপাট। মুখ্যমন্ত্রীর ইস্তফা, সিসি সাসপেনশন চেয়ে পোস্ট শুভেনদুর। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে, মন্তব্য কুণালের। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লোকটির বিরুদ্ধে প্রথম সোচ্চার ছিলাম। ঈশ্বর আজ আরও একবার প্রমাণ করলেন, সঠিক ছিলাম। মূল মামলায় সন্দীপের গ্রেফতারির পর পোস্ট শান্তনুর। ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ ঘোষের গ্রেফতারের পর উচ্ছ্বাসে ফেটে পড়লেন আন্দোলনকারীরা।