Tangra Update : ট্যাংরাকাণ্ডে শিয়ালদা আদালতে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ

ABP Ananda LIVE : ট্যাংরাকাণ্ডে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। ট্যাংরায় চিত্ত নিবাসে একই পরিবারের ৩ মহিলা সদস্যকে খুন। প্রণয় দে ও প্রসূন দে, ২ ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট জমা ট্যাংরা থানার। চার্জশিটে খুন ও খুনের চেষ্টার ধারা উল্লেখ। শিয়ালদা আদালতে চার্জশিট জমা দিল ট্যাংরা থানা। ঘটনার পর হাসপাতালে ছিলেন প্রণয়-প্রসূন, সুস্থ হওয়ার পর গ্রেফতার

 

'মুর্শিদাবাদ, মালদায় ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে', পহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে মোদি বললেন...

মুর্শিদাবাদ, মালদায় দাঙ্গা নিয়ে রিপোর্টে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছিল। এমনকী, মুর্শিদাবাদের অশান্তির সঙ্গে পহেলগাঁওয়ে গণহত্যার তুলনা টেনেছিল বিজেপিও। দু' জায়গাতেই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, এমন দাবি করেছিল পদ্ম শিবির। এবার সেই একই সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও। 

বঙ্গ সফরে এসে আলিপুরদুয়ারে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, 'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে। দাঙ্গায় মা-বোনেদের সারাজীবনের পুঁজি শেষ হয়ে গেছে। গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে, লোকেদের ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে। এভাবে সরকার চলে নাকি? বাংলায় অত্যাচার হচ্ছে, কিন্তু সরকারের কোনও হেলদোল নেই। আদালতকে হস্তক্ষেপ করতে হয়। বাংলা বলছে, নির্মম সরকার চাই না'।                                            

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola