Income Tax Raid: তন্ময় ঘোষের পারিবারিক রাইস মিলে আয়কর তল্লাশি পা দিল তিনদিনে | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE:বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের (Bishnupur MLA Tanmoy Ghosh) পারিবারিক রাইস মিলে (MLA Family Rice Mill) আয়কর (IT Raid) তল্লাশি পা দিল তিনদিনে। বুধবার সকাল ১১টা নাগাদ চূড়ামণিপুুরের এই রাইস মিলে হানা দেন আয়কর আধিকারিকরা। গতকাল প্রায় ১৩ ঘণ্টা এই রাইস মিলে ছিলেন বিধায়ক তন্ময় ঘোষ। রাত সাড়ে ৯টা নাগাদ তিনি বেরিয়ে যান। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে বিধায়কের লজের এমএলএ অফিস, ওয়াইন শপ ও পানাশালাতেও হয়েছে তল্লাশি
Continues below advertisement