Ananda Live: 'টাকা তো চাইবই, টাকা ওকে দেওয়া হয়েছে, টাকা চাইব না?' কুন্তল ঘোষের কাছ থেকে টাকা চাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য় তাপস মণ্ডলের। ABP Ananda Live
'টাকা তো চাইবই, টাকা ওকে দেওয়া হয়েছে, টাকা চাইব না?' কুন্তল ঘোষের কাছ থেকে টাকা চাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য় তাপস মণ্ডলের।ইডি-র তলবে আজ ফের সিজিও-তে হাজির হয়েছেন মানিক ঘনিষ্ঠ তাপস । এর আগে কুন্তলকে তলব করে ৩ দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তারপর আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হন কুন্তল। তাপস মণ্ডলের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগে তুলেছেন কুন্তল। তাপস মণ্ডল ও ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা