Birbhum: দশ টাকার কয়েন জমিয়ে লক্ষাধিক টাকা মূল্যের মোটরবাইক কিনলেন বীরভূমের তাপস | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কয়েন দিয়ে যায় কেনা! লক্ষাধিক টাকা মূল্যের মোটরবাইক কিনতে গিয়ে দশ টাকার কয়েনে দাম দিলেন বীরভূমের (Birbhum News) তাপস লেট (Bike Purchased With Saved Up Coins)। তাপসের দেওয়া দশ টাকার কয়েন গুনতে প্রায় এক বেলা সময় লেগে গিয়েছিল মোটরবাইকের শো-রুমের কর্মীদের। ধৈর্য ধরে অপেক্ষা করেন পেশায় লটারি ব্যবসায়ী। ধৈর্যের পরীক্ষা ছিল শো-রুম কর্মীদেরও। অবশেষে সকলেই পরীক্ষায় 'পাশ' করেছেন। প্রিয় বাইকটি হাতে পেয়েছেন তাপস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram