Tapas Roy: 'সবই যদি তাঁরা জানতেন তাহলে আমাকে ডেকে একবার কথা বললেন না কেন?',বললেন তাপস রায়
Continues below advertisement
ABP Ananda LIVE: 'রাজনৈতিক সিদ্ধান্ত অত ঠুনকো হয়না, এই নিলাম এই বদলালাম, আর আমি সেই চরিত্রেরও নই। আমি দৃঢ় চরিত্রের মানুষ, কঠোর কঠিন স্বভাবের মানুষ। সিদ্ধান্ত যখন নিয়েছি অনেক ঘটনার প্রেক্ষিতে নানান কারণের জন্য সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং বদলানোর জন্য তো সিদ্ধান্ত নিয়নি। সবই যদি তাঁরা জানতেন তাহলে আমাকে ডেকে একবার কথা বললেন না কেন? আসলে তাঁদের এখন এই পরিস্থিতিতে কিছু বলতে হবে, তাই তাঁরা বলছেন। কিন্তু তাঁদের উচিত ছিল যদি তাঁরা বুঝতে পেরেছিলেন একবার আমাকে ডেকে নেওয়া, আমার বাড়িতে আসা। আমি আর আমার পরিবার যখন বিদ্ধস্ত তখন আমাকে ডেকে নেওয়া বা আমার পরিবারে পাশে দাঁড়ান। কোনওটাই যখন কেউ করেনি দলের তরফ থেকে, তারপরে আমার মনে হয় তাঁদের এইধরনের কথাবার্তা বলা শোভা পায়নি', বলেন তাপস রায় (Tapas Roy)।
Continues below advertisement