Tapas Saha: সিবিআই-এর তলবে সিবিআই দফতরে পৌঁছলেন তাপস সাহা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহাকে ফের তলব সিবিআই-এর । তলব অনুযায়ী সিবিআই দফতরে পৌঁছলেন তাপস সাহা
২০২৩-এ টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় বিধায়ককে তলব । একাধিক লোককে বিধায়ক টাকা নিয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ
প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের বেশ কিছু স্কুলে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ । এই মামলায় আগেও তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । তাঁর বাড়িতে গিয়েও তল্লাশি চালিয়েছে সিবিআই
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরতিতে যাওয়া নিয়ে সৌগত রায়ের মন্তব্যের পাল্টা এবার মদন মিত্র (Madan Mitra)। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে 'বিরতি' থেকে তাড়াতাড়ি ফিরে আসার জন্য অনুরোধও জানালেন। পরামর্শ দিলেন বড় মিছিল করার।
লোকসভা ভোটে তৃণমূলের বিপুল ভোটে জয়ের পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সেনাপতিত্বের প্রসঙ্গ উঠে আসছে। এরইমধ্য়ে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডলে একটি পোস্ট ঘিরে শুরু হয় কৌতুহল। সেখানে তিনি লেখেন, "কিছু চিকিৎসার প্রয়োজনে, আমি সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছি। এই ছুটি আমাকে বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদা অন্বেষণ করতে ও বোঝার সুযোগ দেবে। আমি বিশ্বাস করি যে, রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাঁদের প্রয়োজন তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও খামতি রাখবে না। অভিষেকের 'বিরতি' শব্দ ব্য়বহার নিয়ে শুরু হয় চর্চা।''