Tarapith: 'দেশ ও রাজ্যের কল্যাণের জন্যই মহাযজ্ঞের আয়োজন', ঘনিষ্ঠ মহলে অনুব্রত মণ্ডল | Bangla News

Continues below advertisement

তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন তৃণমূলের বীরভূম জেলা সভাপতির (Anubrata Mondal)। গতকাল অসুস্থতার জন্য এসএসকেএমে (SSKM) যান অনুব্রত মণ্ডল। রাতে তারাপীঠে আসেন। সূত্রের খবর, মহাযজ্ঞে লাগছে ৩ কুইন্টাল ৩১ কেজি বেলকাঠ, এক হাজার বেলপাতা ও ৬-৭ কেজি ঘি। এছাড়া, দিনভর চণ্ডীপাঠ চলবে। হবে ব্রাহ্মণ ভোজন। এদিন তারাপীঠ মন্দির পরিক্রমা করে হরিনাম সংকীর্তনের ১৬টি দল। ছিল মহিলা ঢাকির দলও। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, দেশ ও রাজ্যের কল্যাণের জন্যই মহাযজ্ঞের আয়োজন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram