Abhishek Banerjee: 'নিজের ছেলেকে দেশপ্রেম শেখান, তারপর বাংলার মানুষকে শেখাবেন', কটাক্ষ অভিষেকের I Bangla News
Continues below advertisement
‘কেউ যদি ভাবে কারও ছেলেকে আক্রমণ করেছি বলে ইডির জুজু দেখাবে, তবে ভুল করছে। মাথানত করতে হলে সাধারণ মানুষের কাছে করব, দিল্লির জল্লাদদের কাছে মাথানত করব না। নিজের ছেলেকে দেশপ্রেম শেখান, তারপর বাংলার মানুষকে শেখাবেন। ২০২১-এ বাংলায় বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে গেছে। আগামী দিনেও ইডি-সিবিআই দিয়ে ধমকে-চমকে কোনও লাভ হবে না।' মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement
Tags :
Abhishek Banerjee Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ED ABP Ananda Bengali News CGO Complex