Morning Headlines: রণক্ষেত্র চাঁচল,রাজভবনের শারদ সম্মান ঘিরে রাজনীতি তুঙ্গে--কী রইল সকালের শিরোনামে?ABP Ananda LIVE
Continues below advertisement
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র চাঁচল। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ। পাল্টা হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। রাজভবনের শারদ সম্মান ঘিরে রাজনীতি তুঙ্গে। ৪টি পুজো কমিটিকে দুর্গারত্ন পুরস্কার দিলেও প্রত্যাখ্যান ২টি ক্লাবের। অভিনন্দন সবাইকে, প্রতিক্রিয়া তৃণমূলের। রাজনীতির কারণে প্রত্যাখ্যান, পাল্টা বিজেপি। ভোটের মুখে রাজস্থানে শিউরে ওঠার মতো মৃত্যু। ভরতপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের মধ্যেই যুবককে পিষে মারল ট্রাক্টর। অভিযুক্তর খোঁজে পুলিশ। মহিলাদের জন্য বছরে ১০ হাজার টাকার ভাতা ঘোষণা কংগ্রেসের। কাল ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে বৈঠক এথিক্স কমিটির। মহুয়া-নিশিকান্ত পোস্ট যুদ্ধ। দুবাই থেকে সাংসদের অ্যাকাউন্টে লগ-ইন? কার টাকায় বিদেশযাত্রা? প্রশ্ন নিশিকান্তর। আর কী রইল সকালের শিরোনামে?
Continues below advertisement
Tags :
Malda News TMC Congress Clash Morning Headlines Sharod Samman Controversy.Cash For Question Controversy