TET Protest: ফের নিয়োগ চেয়ে পথে ২০১৪ ও ২০১৭ টেট উত্তীর্ণরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ
ABP Ananda LIVE : ফের নিয়োগ চেয়ে পথে চাকরিপ্রার্থীরা। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি চাকরি। পথে ২০১৪ ও ২০১৭ টেট উত্তীর্ণরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ। নিয়োগ চেয়ে পথে ।
আরও খবর...
বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় কাটল তাল! নিয়োগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড, বিরক্ত মুখ্যমন্ত্রী
বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় কাটল তাল, সভা চলাকালীন নিয়োগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই প্ল্যাকার্ড তুলে ধরলেন কয়েকজন চাকরিপ্রার্থী। প্ল্যাকার্ড দেখাতেই বিরক্ত মুখ্যমন্ত্রী, থামিয়ে দিলেন বক্তৃতা। এদিন বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ছিল। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন এবং বেশ কিছু পরিষেবাও প্রদান করেন। মুখ্যমন্ত্রী বক্তব্য শুরুর পর মাঝপথে হঠাৎ প্ল্যাকার্ড তুলে ধরেন কিছু মহিলা। 'প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বার্তা দিন। প্রাথমিকের নতুন নিয়োগে মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই', এমনই দাবি লেখা ছিল প্ল্যাকার্ডে।