SSC News : SSC গ্রুপ সি মামলায় ৫জনের কন্ঠস্বরের নমুনা নেওয়া নেওয়ার প্রক্রিয়া শুরু
ABP Ananda LIVE : SSC গ্রুপ সি মামলায় ৫জনের কন্ঠস্বরের নমুনা নেওয়া নেওয়ার প্রক্রিয়া শুরু । এসএসসি গ্রুপ সি মামলায় ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু। সুবীরেশ ভট্টাচার্য, পঙ্কজ বনশল, পর্ণা বসু, সমরজিৎ আচার্য সহ ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু। আদালতের নির্দেশে ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু।
আরওখবর...
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি, পরবর্তী দিন কবে?
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলার শুনানি। সেপ্টেম্বর মাসের শুরুতে ফের শুনানি হাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার শীর্ষ আদালতে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে আইটেম নম্বর ৪ ছিল পশ্চিমবঙ্গের DA মামলা। সেই মতো আদালতের কার্যক্রমও শুরু হয়। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান, আজ যে 'কম্বিনেশনে' আদালত বসেছে, তাতে DA মামলার শুনানি হতে পারে না। (Supreme Court)
এতদিন আদালতে DA মামলার শুনানি করছিল যে বেঞ্চে, আজ সেই বেঞ্চে কিছু রদবদল হয়। বিচারপতি কারোলের সঙ্গে আজ আদালতে বিচারপতি গোপাল সুব্রহ্মণ্যম ছিলেন না। পরিবর্তে উপস্থিত ছিলেন বিচারপতি মেহতা। এতে বিচারপতি কারোল জানান, আজ DA মামলার শুনানি করবেন না তাঁরা। আগামী কোনও সোম বা শুক্রবার শুনানি হবে। একেবারে প্রথমেই মামলার শুনানি রাখবেন তাঁরা। এতে সিব্বল জানান, ১০ তারিখের পর কোন একটা তারিখে শুনানি হলে ভাল হয়। (DA Case)।