TET protest : 'অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? ' প্রশ্ন অপর্ণা সেনের
করুণাময়ীতে পুলিশি অভিযানের নিন্দা করে ট্যুইট করলেন অপর্ণা সেন। তিনি ট্যুইটে লিখেছেন, অনশনকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার। অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি।
Tags :
TET Agitation TET Recruitment Scam Primary TET TET Protest TET Job Seekers Protest Primary TET Protest Bidhannager Police Teacher Eligibility Test TET Protest At Bidhannager