Labpur News: ছেলের শ্রাদ্ধের দিনও নিয়ম করে রুগী দেখেছেন, বীরভূমের ৯৫ বছরের এই চিকিৎসক কর্তব্যে অনড়। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: পেশায় শল্য চিকিৎসক,একমাত্র ছেলে, সৌমিত্র চন্দ্র, চলে গিয়েছেন গত ২ নভেম্বর। বাবার মতোই ছিলেন তিনি। বহু বার বিনা খরচে লাভপুরে (Labpur) এসে অস্ত্রোপচার করে গিয়েছেন। সেই ছেলের মৃত্যু দিনও শেষকাজের দিনও রোগী দেখেছেন লাভপুরের বিশুবাবু। ABP Ananda Live
Continues below advertisement