Sare 7tay Saradin: পাকিস্তান-সহ একাধিক দেশের জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ধৃতদের! জেরায় মিলল তথ্য। Bangla News

Continues below advertisement

কলকাতায় ধৃত দুই সন্দেহভাজন IS জঙ্গিকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। STF সূত্রে জানা গেছে, ২ বছর ধরে জঙ্গি সংগঠন IS-এর সঙ্গে যোগ রয়েছে মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিকের। বেসরকারি সংস্থা থেকে চাকরি চলে যাওয়ার পর, সাদ্দাম বাড়িতে জানায়, তার ওয়ার্ক-ফ্রম-হোম চলছে। সাদ্দামের মোবাইল ফোন ও ল্যাপটপে মিলেছে IS জঙ্গিদের নৃশংস খুনের ভিডিয়ো। বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল সাদ্দামের। তৈরি করেছিল পাসপোর্ট। STF-এর দাবি, সুইসাইড স্কোয়াড সম্পর্কে তথ্য অনুসন্ধান করছিল সাদ্দাম। মিলেছে পাক-যোগও। পাকিস্তান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত মহম্মদ সাদ্দাম। টেলিগ্রাম সোশাল মিডিয়ার মাধ্যমে সাঙ্কেতিক ভাষায় চলত কথাবার্তা। জেরায় সাদ্দাম জানিয়েছে, সে এম টেক ড্রপ আউট। সাদ্দাম ও তার সঙ্গীকে জেরা করে পুলিশ জানতে চাইছে, অস্ত্র ও বিস্ফোরক জোগাড় করে হামলার ছক ছিল কি না। ইসলামিক রাষ্ট্র তৈরির জন্যই কি নাশকতার পরিকল্পনা ছিল ধৃতদের? কাদের সঙ্গে যোগাযোগ রাখছিল এই দুই সন্দেহভাজন IS জঙ্গি? আপাতত এ সবের উত্তর খুঁজছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram