ED: পুর নিয়োগ দুর্নীতির তদন্ত অভিযানে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর রণসজ্জা! ABP Ananda Live
West Bengal News: তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাড়ল সতর্কতা। পুর নিয়োগ দুর্নীতির তদন্ত অভিযানে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) রণসজ্জা! রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে গিয়ে সন্দেশখালি ও বনগাঁয় আক্রান্ত হয়েছিল ইডি (ED)। এবার তই পুর নিয়োগ দুর্নীতি তদন্তের অভিযানে বাড়তি সতর্ক সিআরপিএফ (CRPF)। আগের অভিযানগুলির তুলনায় এদিন সব জায়গাতেই অনেক বেশি সংখ্যক সিআরপিএফ দেখা গেছে। শুধু তাই নয়, অভিযানে যাওয়া বহু জওয়ানকে বাড়তি সতর্কতা অবলম্বন করতেও দেখা গেছে। এদিন ইডি-র অভিযানে মন্ত্রী সুজিত বসুর বাড়ির বাড়ির সামনে পাহারায় থাকা সিআরপিএফ। জওয়ানদের মাথায় দেখা গেছে হেলমেট। জওয়ানদের সঙ্গে দেখা গিয়েছে বডি প্রোটেক্টর শিল্ড। উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনেও দেখা গেছে একই দৃশ্য। সেখানে আবার সিআরপিএফ-এর সঙ্গে ছিল কাঁদানে গ্যাসও। বউবাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ির সামনে ঢাল নিয়ে পাহারা দিতে দেখা যায় সিআরপিএফ-কে। ABP Ananda Live