Fake Job card: ভুয়ো জব কার্ড খুঁজতে ৪ সদস্যের কমিটি গড়লেন প্রধান বিচারপতি। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: ১০০ দিনের কাজের (100 Days Work) টাকায় দুর্নীতির অভিযোগ। ভুয়ো জব কার্ড (Fake Job Card) খুঁজতে ৪ সদস্যের কমিটি গড়লেন প্রধান বিচারপতি। কেন্দ্র, রাজ্য , ক্যাগ এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের একজন করে প্রতিনিধি নিয়ে গঠন করা হবে এই কমিটি। এই দুর্নীতির যে টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে তা সঠিক হাতে যাক, মন্তব্য প্রধান বিচারপতির। দুর্নীতির তদন্ত হবে, কিন্তু যারা ন্যায্য প্রাপক তাদের কী হবে? প্রশ্ন প্রধান বিচারপতির। 'কারা কাজ করেছেন, কারা ন্যায্য প্রাপক, সেই তালিকা রাজ্যের কাছে আছে'। 'তাঁদের টাকা দিয়ে দেওয়া হোক, আদালত তাঁদের কাছে যাবে'। তাঁদের প্রশাসনের কাছে যেতে হবে না, মন্তব্য প্রধান বিচারপতির। ১০০ দিনের কাজের টাকা না পেয়ে ৩২৭ জন পোস্টকার্ড পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন, জানালেন প্রধান বিচারপতি। নতুন করে ১০০ দিনের প্রকল্পের কাজ চালু করার জন্য উদ্যোগী হতে হবে কেন্দ্র-রাজ্যকে, মন্তব্য প্রধান বিচারপতির। 'রাজ্য হলফনামা দিয়ে জানিয়েছে যে দুর্নীতি হয়েছে'। এখনও অনেক টাকা উদ্ধার হয়নি, ভুয়ো জবকার্ড দেখার দায়িত্ব রাজ্যের, সওয়াল কেন্দ্রের। 'পুরুলিয়া-সহ বেশ কিছু জায়গায় বিপুল দুর্নীতির সন্ধান পাওয়া গেছে'। আদালত নির্দেশ দিলে আমরা পূর্ণাঙ্গ তদন্তে প্রস্তুত, জানাল সিবিআই। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram