Durga Ratna Prize Controversy: রাজ্যপালের 'দুর্গারত্ন' পুরস্কার ঘিরে এবার রাজভবন বনাম ক্লাবের সংঘাত প্রকাশ্যে

Continues below advertisement

রাজ্যপালের 'দুর্গারত্ন' পুরস্কার ঘিরে এবার রাজভবন বনাম ক্লাবের সংঘাত প্রকাশ্যে। পুরস্কার প্রত্যাখ্যান করল টালা প্রত্যয় ও কল্যাণী লুমিনাস ক্লাব 
'দিল্লিকে রাজ্যের বকেয়া ১০০ দিনের কাজের টাকা মেটানোর কথা বলুন। গরিব মানুষ টাকা পেলেই ভাবব, আমরা পুরস্কার পেয়ে গিয়েছি', রাজ্যপালের 'দুর্গারত্ন' পুরস্কার প্রত্যাখ্যান করে বলল কল্যাণীর লুমিনাস ক্লাব কর্তৃপক্ষ। পুরস্কার প্রত্যাখ্য়ানে প্রতিবাদ? নাকি প্রত্যাখ্য়ানের নেপথ্যে রাজনীতি? টালা প্রত্যয় ও লুমিনাস ক্লাবের সিদ্ধান্তে কি ফের সংঘাতে রাজ্যপাল ও রাজ্য সরকার? ষষ্ঠীর দিন নিজে লুমিনাসের মণ্ডপ ঘুরে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই কলকাতা ও জেলা মিলিয়ে মানুষের বিচারে সেরা ৪ পুজো কমিটির নাম ঘোষণা করে রাজভবন। ৪টি পুজো কমিটিকে মোট ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও জানানো হয়। স্বাভাবিকভাবেই পুরস্কার ফেরানোর নেপথ্য়ে রাজনীতি দেখছে বিজেপি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram