Anubrata Mondal: অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অনুব্রতর জেলমুক্তির পর বীরভূমে জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক । কোর কমিটির বৈঠকে মুখোমুখি অনুব্রত মণ্ডল ও কাজল শেখ । কোর কমিটির বৈঠকে উপস্থিত অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ২ প্রতিনিধি । বীরভূমে সংগঠনের দায়িত্ব কোর কমিটির হাতেই থাকা উচিত' । সম্প্রতি কোর কমিটির হয়ে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । ২০১৯-২০২৪: অনুব্রতহীন বীরভূমে ভাল ফল তৃণমূলের
আরও খবর..
কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল। ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। বিচার চেয়ে ১০০টি মোমবাতি জ্বালিয়ে ১০০ সেকেন্ড নীরবতা পালন। কলকাতা মেডিক্যালেও ১০০টি মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি। আর জি কর মেডিক্যালেও বিচারের দাবিতে জ্বালানো হল মোমবাতি।
কসবায় ভরসন্ধেয় আক্রান্ত কাউন্সিলর, জালে 'মূল চক্রী' ইকবাল। 'বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও'। 'বাইকে চেপে জাতীয় সড়ক দিয়ে পালানোর সময় নাকা চেকিং'। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গলসি থানার তল্লাশি, জালে ইকবাল: সূত্র। তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, নেপথ্যে কি শুধুই ইকবাল? কে এই ইকবাল? কেন তৃণমূল কাউন্সিলরকে খুনের সুপারি? এখনও ধোঁয়াশা । সুশান্ত ঘোষের উপর হামলা, ট্যাক্সিচালক-সহ ২জন গ্রেফতার। 'হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল ইকবালই@আফরোজ@ গুলজার'। 'বন্দর এলাকায় হামলাকারীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল ইকবালই'। 'কাউন্সিলরের উপরে হামলায় ১০ হাজার টাকা সুপারি দিয়েছিল ইকবাল'। কসবাকাণ্ডে ধৃত হামলাকারী যুবরাজকে জেরা করে দাবি পুলিশের: সূত্র। কেন হামলা, নেপথ্যে আর কারা? ধৃতদের জেরা করে জানতে চায় পুলিশ। বিহারের বৈশালীর বাসিন্দা হামলাকারী যুবরাজ সিংহ।